মিয়ানমারে ভূমিকম্পে মৃ(ত) ৩,৬০০, নিখোঁজ শতাধিক
টুইট ডেস্ক: এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। ৭.৭ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ জনে। এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন ধসে পড়া ভবনের নিচে।
ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া। ২৮ মার্চের পর থেকে দেশজুড়ে চলছে উদ্ধার অভিযান, তবে ধীর গতিতে। বিশেষ করে সাগাইং অঞ্চলে উদ্ধার কার্যক্রমে উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হতে হচ্ছে আন্তর্জাতিক ও স্বেচ্ছাসেবী দলগুলোকে।
স্থানীয় প্রশাসন জানায়, ভূমিকম্পের পর পরই চীন, রাশিয়া ও ভারত উদ্ধারকারী দল পাঠিয়েছে। পরে বাংলাদেশ থেকেও একটি উদ্ধারকারী দল সেখানে যোগ দেয়। ভবনের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে তারা কাজ করে চলেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে ইউএসএইড-এর কার্যক্রম বন্ধ থাকলেও, দেশটি মিয়ানমারকে ৯ মিলিয়ন ডলার জরুরি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে ওয়াশিংটন স্পষ্ট করেছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের একক নেতৃত্বে বিশ্বব্যাপী উদ্ধার অভিযান পরিচালনার সময়সীমা আর বাস্তবসম্মত নয়।
জাতীয় ঐক্য সরকার (এনইউজি) সূত্র জানায়, শুধু সাগাইং অঞ্চলেই প্রাণ হারিয়েছেন অন্তত ৬৯৩ জন। ভারী যন্ত্রপাতির অভাব এবং সামরিক সরকারের নিয়ন্ত্রণমূলক বাধার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে সংবাদমাধ্যম *মিয়ানমার নাউ* জানায়, “উদ্ধার কাজ শুধুমাত্র কায়িক শ্রমের মাধ্যমে চলছে। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থেকে প্রাণ হারাচ্ছেন।”
দুর্যোগের পর ধসে পড়েছে শত শত বছরের পুরোনো গির্জা, উপাসনালয় ও আধুনিক ভবন। দেশজুড়ে বিরাজ করছে আতঙ্ক, শোক আর অনিশ্চয়তা।