বাস উল্টে খাদে পড়ে নি(হত) ৪

টুইট ডেস্ক: ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়নে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর ১১টার দিকে, ঢাকা-বরিশাল মহাসড়কের জোবায়দা করিম জুট মিলের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ফরিদপুর থেকে ছেড়ে মাদারীপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে খাদে উল্টে যায়।

ফরিদপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।