রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃ(ত্যু)

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার অন্তর্গত উত্তর নওদাপাড়া ট্রাক টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে এক অজ্ঞাতনামা ব্যক্তির ম(রদেহ) উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ভোর ৫টা থেকে ৬টার মধ্যে তারা রাস্তায় একজন বৃদ্ধ ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে তাৎক্ষণিকভাবে থানায় খবর দিলে পুলিশ এসে ম(রদেহ) উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন ধরেই তাকে শাহমখদুম থানাধীন আমচত্বর এলাকায় মাছের আরতের সামনে ঘোরাফেরা ও শুয়ে থাকতে দেখা গিয়েছিল। মৃত্যুর সময় তার পরনে ছিল একটি চেকের ফুলহাতা টি-শার্ট এবং সাদা পায়জামা।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।