সৌদির ওপর বাংলাদেশসহ ১৩ দেশের ভিসা নিষেধাজ্ঞা
টুইট ডেস্ক: সৌদি আরবের পক্ষ থেকে অস্থায়ীভাবে বাংলাদেশিদের ওপর ওমরাহ, ব্যবসা, ভ্রমণ এবং পারিবারিক ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা শুধু বাংলাদেশ নয়, আরও ১৩টি দেশকেও অন্তর্ভুক্ত করে মোট ১৪টি দেশের নাগরিকদের ওপর দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা চলবে জুনের মাঝামাঝি সময় পর্যন্ত, যখন পবিত্র হজের মৌসুম শুরু হবে।
এই নিষেধাজ্ঞার পেছনে সৌদি কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য হল যেন কোনো দেশ তাদের নাগরিকদের অনুমতি ছাড়া হজে অংশগ্রহণ না করতে পারে। পাকিস্তানের একটি সংবাদমাধ্যম জানায় যে, অতীতে অনেক মানুষ ওমরাহ বা ভ্রমণ ভিসা নিয়ে সৌদিতে এসে হজে অংশগ্রহণের চেষ্টা করেছিলেন, যার ফলে অতিরিক্ত গরমে হজে অংশগ্রহণকারী সংখ্যা সীমার বাইরে চলে যায় এবং এর ফলে ২০২৪ সালের হজে ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়।
অন্যদিকে, সৌদিতে আসা এসব দেশের নাগরিকরা অনেক সময় ভ্রমণ, ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে সৌদিতে কাজ করার চেষ্টা করেন, যা সৌদি কর্তৃপক্ষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সৌদি আরব জানিয়েছে যে, এই নিষেধাজ্ঞার মাধ্যমে সাধারণ মুসল্লিদের হজে অংশগ্রহণকে আরও সহজ এবং সুগম করার চেষ্টা করা হচ্ছে। সৌদি সরকার আশা করছে, এ ব্যবস্থা গ্রহণের ফলে হজের সময়ে মুসল্লিদের জন্য কোনো ধরনের অস্বস্তি তৈরি হবে না।
এই নিষেধাজ্ঞার আওতায় পড়া দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো।