গাজায় গমের একটি দানাও ঢুকবে না- ইসরায়েলি অর্থমন্ত্রী
টুইট ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার সামরিক আগ্রাসনের পাশাপাশি এবার মানবিক সহায়তার পথও রুদ্ধ করা হয়েছে। গাজায় ত্রাণ ঢুকতে দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
সোমবার (৭ এপ্রিল) ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ-এ প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “গমের একটি দানাও গাজায় প্রবেশ করবে না।”
ইসরায়েলি বাহিনীর প্রায় ১৮ মাসের হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ৭০০-এর বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। পাশাপাশি চলছে কড়াকড়ি অবরোধ, যা তৈরি করেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। খাদ্য, পানি, ওষুধ-সবকিছুরই তীব্র সংকট দেখা দিয়েছে উপত্যকাটিতে।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, গত ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে গাজায় কোনো ত্রাণ সামগ্রী, চিকিৎসা সহায়তা বা খাদ্য প্রবেশ করতে পারছে না। চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ থেকে নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৪০০ ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৩ হাজার ৪০০ জন।
ইসরায়েলি অর্থমন্ত্রী আরও বলেন, হামাসকে পরাজিত করাই এখন তাদের প্রথম অগ্রাধিকার। বন্দিমুক্তি নয়, বরং হামাসের ‘সম্পূর্ণ ধ্বংস’ই লক্ষ্য।
এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় আক্রমণ আরও জোরদারের ঘোষণা দেন এবং ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের ইঙ্গিত দেন।
উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে একটি গণহত্যার মামলাও চলমান রয়েছে।