ঢাকাসহ ৬ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা
টুইট ডেস্ক: ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমী স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। একই সঙ্গে সেখানেই একটি নতুন লঘুচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে।
আজ (রবিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন সারা দেশেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া সংস্থাটি জানিয়েছে, আজ দেশের দিনভর তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।