গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও অর্ধশতাধিক নি’হত

টুইট ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের টানা বিমান ও কামান হামলায় আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে চলমান আগ্রাসনে মোট প্রাণহানি দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার ৭০০ জনে। সোমবার (৭ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ এলাকায় নতুন করে ব্যাপক বোমাবর্ষণ চালায় ইসরায়েল। এর আগে ওই এলাকার পাঁচটি মহল্লার বাসিন্দাদের সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল দখলদার বাহিনী। সর্বশেষ এই হামলায় নিহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।

এছাড়া বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গাজার পূর্বাঞ্চলের আল-নাখিল স্ট্রিটে কামানের গোলায় **আট শিশুসহ ১০ জন** নিহত হন। দেইর আল-বালাহ, শুজাইয়া, জেইতুন, জাবালিয়া, জাওয়াইদা, খান ইউনিসসহ বিভিন্ন স্থানে বিমান ও কামান হামলায় আরও বহু হতাহতের খবর পাওয়া গেছে।

বিশেষ করে আল-মাওয়াসি আশ্রয়কেন্দ্রে গুলিতে এক শিশু নিহত হয় এবং খান ইউনিসে একটি বাড়িতে বিমান হামলায় ৮ জনের প্রাণহানি ঘটে।

উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনার অংশ হিসেবে হামলা জোরদার করার ঘোষণা দেন। এতে করে মানবিক বিপর্যয়ের আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে।