আজ বিশ্ব স্বাস্থ্য দিবস: প্রতিপাদ্য ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’
টুইট ডেস্ক: আজ ৭ এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এ দিনটিকে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালন করা হয়। এবারের প্রতিপাদ্য- ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’, যা মাতৃ ও শিশুস্বাস্থ্যের গুরুত্বকে সামনে এনেছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্যবিষয়ক বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। মূলত মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
দিবসটি উপলক্ষে এক বাণীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর গঠিত সরকার নারী ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি সুরক্ষিত ও আলোকিত জাতি গড়ার লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তিনি আরও বলেন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমাতে ব্যাপক কর্মসূচি গ্রহণ অপরিহার্য। এ দুটি সূচক এখনো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আছে।”
ইতিহাসে ফিরে দেখা-
বিশ্ব স্বাস্থ্য দিবসের সূচনা ঘটে ১৯৪৮ সালের ৭ এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন কার্যকর হওয়ার দিন। এর আগে ১৯৪৬ সালে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন ডাকা হয় এবং সেখানে WHO গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতি বছরই একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়কে কেন্দ্র করে দিবসটি উদযাপন করা হয়, যা বৈশ্বিক স্বাস্থ্য সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।