পুরান ঢাকায় বহুতল ভবনে আ(গুন), নি’হত ১
টুইট ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের একটি সাততলা ভবনের নিচতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) ভোর ৪টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান জানিয়েছেন, ভবনটি থেকে মোট ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন সাকিব (২০), মুসফিক (২২), ইসরাত জাহান (৩৬), ইসায়াত (৫), তালহা (৪) এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ফাতেমা (২০)।
ঘটনায় গুরুতর আহত আমিনুদ্দিন (৭০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তবে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর।