মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলার রণশিবাজার এলাকায় মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে অভিযুক্ত যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সংঘটিত এই ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য এবং আরও চার পুলিশ সদস্য লাঞ্ছনার শিকার হন।

নিহত মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৩৩) ও অভিযুক্ত যুবক আমিনুল ইসলাম (৩১) দুজনেই নওগাঁর আত্রাই উপজেলার গোঁলাবাড়ি গ্রামের বাসিন্দা।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজ্জাক রণশিবাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় আমিনুল ইসলাম দোকানে ঢুকে তাকে ছুরিকাঘাত করেন। রাজ্জাক মাটিতে লুটিয়ে পড়লে আমিনুল পালিয়ে যান।

পরে স্থানীয়রা আমিনুলকে ধাওয়া করে রণশিবাড়ি গ্রামের আবদুর রশিদের বাড়িতে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। তবে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উত্তেজিত জনতা পুলিশের বাধা উপেক্ষা করে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আমিনুলকে বাইরে এনে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই ঘটনায় উপপরিদর্শক সাদিকুল ইসলামসহ দুই পুলিশ সদস্য আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম এলাকায় বখাটে ও মাদকাসক্ত হিসেবে পরিচিত ছিলেন। তার সঙ্গে রাজ্জাকের আগে পরিচয় ছিল। চার দিন আগে এক নারীকে মারধর করেন আমিনুল, যার পরিপ্রেক্ষিতে ওই নারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাজ্জাক তাকে থানায় সহায়তা করেছিলেন, যা নিয়ে আমিনুল ক্ষুব্ধ হয়ে উঠে।