চট্টগ্রামে বিএনপির নেতার মায়ের জানাজা শেষে দুই পক্ষের সং(ঘর্ষ)

টুইট ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এহসান-এ খানের মায়ের জানাজা শেষে শোক ব্যানার টানানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে কর্ণফুলী ডাকপাড়া এলাকায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি এহসান-এ খানের মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম, কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া, সদস্যসচিব মুহাম্মদ ওসমানসহ কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে ডাকপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পক্ষ থেকে তার সমর্থকেরা একটি শোক ব্যানার টানিয়ে দিলে কিছুক্ষণ পরে ব্যানারটি নামিয়ে ফেলেন কয়েকজন যুবক। ওই সময় ব্যানার নামানোকে কেন্দ্র করে দুই পক্ষে উত্তেজনা ও পরে সংঘর্ষ হয়। সংঘর্ষে দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিনের সমর্থক যুবদল কর্মী মির্জা আতাউল্লাহ, ছাত্রদল কর্মী মো. রাকিব ও মো. আরফাত এবং সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের সমর্থক যুবদল কর্মী আহমদ নুর, আবদুল হালিম, আবদুল আজিজ ও লোকমান আহত হন। দুই পক্ষের মারামারির সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পিএবি সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে কর্ণফুলী থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সময় ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মো. মহিউদ্দিন নামের স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরিফ বলেন, ‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি, ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে পড়ে। ওই সময় আহত সাংবাদিকের ঘরেও গিয়েছি।’

তিনি আরও বলেন, এখনো কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, ‘জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়ার ব্যানার রেখে আমার ব্যানার ছিঁড়ে ফেললে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষ হয়। এতে আমার কয়েকজন কর্মী আহত হয়েছেন।