এবার নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী
টুইট ডেস্ক: ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসি খেলতে নামলেই সাইডলাইনে সবসময় ইয়াসিন চুকোকে দেখা যায়। তিনি মেসির দেহরক্ষী হিসেবে কাজ করেন। লম্বা সময়য় ধরে মেসির সঙ্গে কাজ করছেন তিনি। তবে এখন থেকে আর তাকে মেসির পাশে দেখা যাবে না।
মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর থেকেই চুকোর ভিডিও সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িতে পড়ে। সব ভিডিওতে দেখা যেত, কালো পোশাক পরা সেই দেহরক্ষী কীভাবে মেসির প্রতিটা পদক্ষেপের দিকে নজর রাখছেন। মাঠে কেউ ঢুকে পড়লেই চুকো দৌড়ে গিয়ে তাকে বের করে আনছেন। মেসিকে রক্ষা করার চেষ্টা করছেন।
সম্প্রতি এক স্প্যানিশ সংবাদমাধ্যমকে চুকো বলেছেন, ‘ওরা (আয়োজকেরা) আর আমাকে মাঠে থাকতে দেবে না। আমি সাত বছর ইউরোপে ছিলাম। লিগ ওয়ান (ফ্রান্সের লিগ) এবং চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি। সেই সময় মাত্র ৬ জন মাঠে ঢুকতে পেরেছিল। আমেরিকায় আসার পর মাত্র ২০ মাসেই ১৬ জন মাঠে ঢুকে পড়েছে। এটা এখানে বড় সমস্যা। আমি মেসিকে সাহায্য করতে চাই।’
আমেরিকার মেজর লিগ সকার কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, মেসির নিরাপত্তার ব্যবস্থা তাদের নিরাপত্তারক্ষীরাই করবে। এর জন্য আলাদা করে কোনও দেহরক্ষী রাখার দরকার নেই।
এ দিকে, গত সপ্তাহেই ইউটিউবার-বক্সার লোগান পলের বিরুদ্ধে লড়াই করার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন চুকো। মেসিকে বক্সিং ম্যাচে মুখোমুখি হওয়ার জন্য একাধিকবার আমন্ত্রণ জানিয়েছিলেন লোগান। সেই আমন্ত্রণের কখনও কোনো জবাব দেননি মেসি। তার পর পল বক্সিং লড়ার জন্য চ্যালেঞ্জ জানান চুকোকে। তার সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন চুকো।