মেসির রেকর্ড ভাঙলেন গ্রিজম্যান

টুইট ডেস্ক: লিওনেল মেসি ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি দিলেও তার একটি রেকর্ড এতদিন অক্ষুণ্ন ছিল। তবে গতকাল (শনিবার) অ্যাতলেটিকো মাদ্রিদের তারকা ফুটবলার আঁতোয়ান গ্রিজম্যান এই রেকর্ড ভেঙে দিয়েছেন। এখন তিনি লা লিগায় বিদেশি ফুটবলার হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তি গড়লেন।

এস্পানিওলের বিরুদ্ধে খেলতে নেমে গ্রিজম্যান ৫২১তম ম্যাচ খেললেন, যা তার ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক। এর আগে, লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড যৌথভাবে ছিল গ্রিজম্যান এবং মেসির দখলে, যেখানে উভয়ের ম্যাচ ছিল ৫২০টি। তবে এই ম্যাচে নামার মাধ্যমে গ্রিজম্যান এখন মেসিকে ছাড়িয়ে যান।

গ্রিজম্যানের এই রেকর্ডে পরবর্তী অবস্থানে রয়েছেন ব্রাজিলের দোনাতো গামা (৪৬৬ ম্যাচ), ফ্রান্সের করিম বেনজেমা (৪৩৯ ম্যাচ), ক্রোয়েশিয়ার ইভান রাকিটিচ (৪৩৮ ম্যাচ) এবং ব্রাজিলের দানি আলভেজ (৪৩৬ ম্যাচ)। তবে দোনাতো গামা ব্রাজিলের নাগরিক হলেও পরবর্তীতে স্পেনের জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন।

গ্রিজম্যানের রেকর্ড গড়া ম্যাচটি অবশ্য জয় নিয়ে শেষ হয়নি তার দলের। এস্পানিওলের সঙ্গে ১-১ গোলে ড্র করে অ্যাতলেটিকো। ফলে লা লিগার শীর্ষ দুই দলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান আরও বেড়ে গেছে। বার্সেলোনা ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে, রিয়াল মাদ্রিদের পয়েন্টও সমান, কিন্তু এক ম্যাচ বেশি খেলা রিয়ালের পয়েন্ট ৬৩, আর অ্যাতলেটিকোর পয়েন্ট ৫৭।

গ্রিজম্যানের ক্যারিয়ারে লা লিগায় বেশ কয়েকটি ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে তিনি অ্যাতলেটিকোর হয়ে ৩০৬টি, রিয়াল সোসিয়েদাদের হয়ে ১৪১টি এবং বার্সেলোনার হয়ে ৭৪টি ম্যাচ খেলেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে গ্রিজম্যানের মেজর লিগ সকার (এমএলএস) যোগ দেওয়ার গুঞ্জন রয়েছে, তাই অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে তার ভবিষ্যৎ কেমন হবে, তা এখনো অনিশ্চিত।