ঈদের আগে মাংসের বাজারে অস্বস্তি, দাম বেড়েছে ১০০-২০০ টাকা
টুইট ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর মাংসের বাজারে অস্বস্তির সৃষ্টি হয়েছে। গরু, খাসি ও মুরগির মাংসের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা আতঙ্কিত। বিশেষ করে ঈদের শেষ সময়ে গরু, খাসি ও মুরগির মাংসের কেজি ১০০ থেকে ২০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
রোববার (৩০ মার্চ) রাজধানীর মুগদা ও বাসাবো কাঁচাবাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, গরুর মাংসের প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৭০০ থেকে ৭৫০ টাকা। একইভাবে, খাসির মাংসের দাম বেড়ে ১,২০০ টাকায় পৌঁছেছে, যা এক সপ্তাহ আগে ছিল ১,০০০ টাকা।
মুরগির বাজারও উত্তপ্ত। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগি ২৮০ টাকার পরিবর্তে ৩৩০ টাকায় এবং লেয়ার মুরগি ৩০০ টাকার পরিবর্তে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগি, যা গত সপ্তাহে ৫০০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ঈদের বাজার করতে আসা আলী মিয়া বলেন, “দুদিন আগেই গরুর মাংস কিনেছিলাম ৭৫০ টাকায়, কিন্তু আজ ৮২০ টাকায় কিনতে হচ্ছে। দুদিনের ব্যবধানে দাম এতটা বাড়ল, বুঝতে পারছি না কেন।”
আরেক ক্রেতা সুলাইমান হোসেন জানান, “রমজান জুড়ে দাম কিছুটা নিয়ন্ত্রণে ছিল, কিন্তু হঠাৎ করে দাম বেড়ে গেছে। যে মুরগি ১৮০ টাকায় কিনেছিলাম, এখন সেটাই ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।”
মুগদা বাজারের মুরগি বিক্রেতা রফিক বলেন, “আমরা ২২০ টাকায় মুরগি কিনে এনেছি, ২৪০ টাকায় বিক্রি করছি। তবে তেমন লাভ নেই, সব দাম আড়ৎ থেকেই ঠিক হয়।”
গরুর মাংস বিক্রেতা মজিবর হোসেন জানান, “গতকাল পর্যন্ত গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি করেছি, আজ ৮০০ টাকা নিচ্ছি। ঈদ সামনে রেখে দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে, এটা ঈদের বকশিস।”
এই পরিস্থিতি দেখা দিয়েছে যখন মানুষ ঈদ উপলক্ষে বাজার করতে আসছে, এবং শেষ মুহূর্তে দাম বৃদ্ধি পাচ্ছে। ক্রেতারা এই পরিস্থিতির জন্য বাজারের নিয়ন্ত্রণে যথেষ্ট নজরদারি না থাকার অভিযোগ করছেন।