ভারত থেকে সুতা আমদানি স্থলবন্দর দিয়ে বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ

টুইট ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে স্থলবন্দর ব্যবহার করে সুতা আমদানি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) মন্ত্রণালয়ের উপসচিব মাকসুদা খন্দকারের সই করা এক চিঠির মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রদত্ত তথ্য এবং প্রয়োজনীয় অনুসন্ধান অনুযায়ী, স্থলবন্দর থেকে আমদানি করা সুতার দাম চট্টগ্রাম কাস্টম হাউজের ঘোষিত মূল্যের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম। ফলে দেশীয় সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এই কম দামে আমদানি করা সুতার সঙ্গে প্রতিযোগিতা করতে পারছে না।

অন্যদিকে, চীন, তুরস্ক, উজবেকিস্তান এবং বাংলাদেশে উৎপাদিত সুতার গড় মূল্য প্রায় সমান হলেও, ভারতের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত হয়ে দ্রুত শিপমেন্ট করার মাধ্যমে দেশে কম দামে প্রবেশ করছে। এর ফলে দেশীয় সুতার পরিবর্তে স্থলবন্দর দিয়ে আসা সুতা ব্যবহৃত হচ্ছে, যা বাংলাদেশের টেক্সটাইল শিল্পের জন্য ক্ষতিকর।

এই পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করার জন্য প্রজ্ঞাপন জারি বা বিদ্যমান এসআরওতে সংশোধনী আনার পরামর্শ দিয়েছে।

প্রথমে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে একটি চিঠি পাঠিয়ে স্থলবন্দর থেকে সুতা আমদানি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের সই করা ওই চিঠি জাতীয় রাজস্ব বোর্ডকেও (এনবিআর) দেওয়া হয়েছিল।

বিটিএমএ সম্প্রতি প্রাক-বাজেট আলোচনায় সুতা আমদানিতে শুল্ক-কর বাড়ানোর এবং অবৈধ সুতা আমদানি বন্ধ করার সুপারিশ করেছে। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ডলার সংকট এবং অন্যান্য সমস্যার কারণে টেক্সটাইল শিল্প নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আর ভারত থেকে স্থলবন্দর দিয়ে ডাম্পিং মূল্যে সুতা আমদানি এই সমস্যা আরো বাড়িয়ে দিয়েছে।

এনবিআরে পাঠানো চিঠিতে বিটিএমএ সভাপতি আরও বলেন, আগের সরকার নীতি পরিবর্তন করে স্থলবন্দর দিয়ে সুতা আমদানির অনুমতি দিয়েছিল। কিন্তু এসব বন্দরে সুতার মান যাচাই করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও কারিগরি সক্ষমতা নেই, এবং এর অপব্যবহার হচ্ছে, যার ফলে দেশীয় সুতাকলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।