শেষ দিনে বাড়ি ফেরার ভিড়ে বাস-ট্রেন-লঞ্চে জনস্রোত

টুইট ডেস্ক: সৌদি আরবে আজ পালিত হচ্ছে ঈদুল ফিতর। সে অনুযায়ী বাংলাদেশেও আগামীকাল ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। তাই প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ।
রোববার (৩০ মার্চ) সকাল থেকেই ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। কেবিনের পাশাপাশি লঞ্চের ডেকেও শুয়ে-বসে ফিরছেন হাজারো যাত্রী। লম্বা যাত্রায় লঞ্চকে তুলনামূলক আরামদায়ক মনে করছেন তারা। তবে অনেক লঞ্চ সময়মতো ছেড়ে না যাওয়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। একইসঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন অনেকে।
কমলাপুর রেলস্টেশনেও ছিল উপচেপড়া ভিড়। রাজধানীবাসী প্রিয়জনদের সাথে ঈদ করতে ট্রেনযাত্রায় বের হচ্ছেন। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক বলে জানালেন যাত্রীরা। কোনো ট্রেনই শিডিউল বিপর্যয়ে পড়েনি, প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ে প্ল্যাটফর্ম ছাড়ছে। তবে ট্রেনের ছাদেও যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার দ্রুত বন্ধ করে দেওয়ার অভিযোগও করেছেন যাত্রীরা।
বাড়ি ফেরার এই উৎসবযাত্রায় বাস, ট্রেন ও লঞ্চে উপচেপড়া ভিড় থাকলেও ঈদ উদযাপনের আনন্দে ভোগান্তি ভুলে যাচ্ছেন সবাই।