ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ও স্থান

টুইট ডেস্ক: বরাবরের মত এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের পাঁচটি জামাত। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ ঈদগাহের প্রধান জামাতে অংশ নেবেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে এ জামাতে দায়িত্ব পালন করবেন। ক্বারী হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।
রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার।
প্রধান ঈদ জামাতের জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ। সেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
ঢাকা:
জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় হবে রাজধানীর প্রধান ঈদ জামাত। এখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় প্রধান জামাত হবে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত হবে:
১. প্রথম জামাত: সকাল ৭টা
২. দ্বিতীয় জামাত: সকাল ৮টা
৩. তৃতীয় জামাত: সকাল ৯টা
৪. চতুর্থ জামাত: সকাল ১০টা
৫. পঞ্চম জামাত: সকাল ১০:৪৫ মিনিট
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন:
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মাঠে (পুরাতন বাণিজ্য মেলার মাঠ) সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম:
জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায় প্রধান জামাত এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়। লালদীঘির পাড়ে শাহী জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে।
রাজশাহী:
প্রধান জামাত সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। আবহাওয়া প্রতিকূল হলে জামাত স্থানান্তরিত হবে দরগা কেন্দ্রীয় জামে মসজিদে।
খুলনা:
সার্কিট হাউস ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত। আবহাওয়া প্রতিকূল হলে খুলনা টাউন জামে মসজিদে জামাত হবে।
বরিশাল:
বান্দরোড হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত।
সিলেট:
শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত।
রংপুর:
কালেক্টরেট ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত।
কিশোরগঞ্জ:
শোলাকিয়া মাঠে দেশের সর্ববৃহৎ ঈদ জামাত হবে সকাল ১০টায়।
দিনাজপুর:
গোর-এ-শহীদ বড় ময়দানে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহ:
আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮টায় প্রধান জামাত।
বিশেষ আয়োজন ও নিরাপত্তা:
প্রধান ঈদ জামাতকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছেন। শোলাকিয়া মাঠে যাতায়াতের জন্য বিশেষ ট্রেনেরও ব্যবস্থা রাখা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। গরমের তেজও কিছুটা কমে আসতে পারে।
সবাইকে ঈদের শুভেচ্ছা।