মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প: ব্যাংককে তীব্র কম্পন, ধসে পড়ল ভবন
টুইট ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। এরপর সেখানে আরেকটি কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৬.৪।
মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ আশপাশের অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ব্যাংককে কম্পন এতটাই তীব্র ছিল যে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনের ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৮ মার্চ) আল জাজিরা ও ব্যাংকক পোস্ট পৃথক প্রতিবেদনে ভূমিকম্পের তথ্য জানায়। ব্যাংকক পোস্টের মতে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে।
বার্তাসংস্থা এএফপি জানায়, মিয়ানমারের রাজধানী নেপিদোতে ভূমিকম্পের কারণে রাস্তাঘাট স্তব্ধ হয়ে যায় এবং ভবন থেকে ছাদের টুকরো ভেঙে পড়ে। ব্যাংককে শক্তিশালী কম্পনের ফলে আতঙ্কিত মানুষ ভবন থেকে বেরিয়ে আসে।
ব্যাংকক পোস্ট আরও জানায়, মিয়ানমারের মান্দালয়ে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। থাইল্যান্ডের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ জানায়, ব্যাংককসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পের কারণে ব্যাংককের কিছু মেট্রো ও হালকা রেল পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। চাতুচাক এলাকায় নির্মাণাধীন ভবনের ধ্বংসস্তূপে লোকজন আটকা পড়ার খবর পাওয়া গেছে। থাই প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা এই ঘটনার পর জরুরি বৈঠক ডেকেছেন এবং ফুকেটে তার সরকারি সফর স্থগিত করেছেন।
থাই কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং আফটারশকের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।