মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই অভ্যুত্থান অধিদপ্তর’ গঠন

টুইট ডেস্ক: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই অভ্যুত্থান অধিদপ্তর’ গঠনের ঘোষণা দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

শুক্রবার (২৮ মার্চ) ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্নিগ্ধ জানান, জুলাই এবং আগস্টের শহীদ ও আহতদের পুনর্বাসনসহ পারিবারিক নানা সমস্যা সমাধানের জন্য বিশেষ এই অধিদপ্তর গঠন করা হয়েছে। অধিদপ্তরের নাম ‘জুলাই অভ্যুত্থান অধিদপ্তর’ এবং এটি ইতোমধ্যেই তার কার্যক্রম শুরু করেছে।

এছাড়া, তিনি জানান, ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়েছে এবং এখন পর্যন্ত ৭৪৫টি শহীদ পরিবারকে ৩৭ কোটি ২৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। গেজেটভুক্ত শহীদ পরিবারের মধ্যে ৮৭.১৩ শতাংশ পরিবারের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। আহতদের মধ্যে ৫ হাজার ৫৯৬ জনকে ৫৯ কোটি ৪১ লাখ টাকা সহায়তা করা হয়েছে, যা তালিকাভুক্ত মোট আহতদের ৩৮.৩৯ শতাংশের কাছে পৌঁছেছে। সর্বমোট ৬ হাজার ৩৪১ জনকে ৯৬ কোটি ৬৭ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।