চীনা প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক সফল: প্রেস সচিব
টুইট ডেস্ক : চীনের বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠক অত্যন্ত সফল হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার সকালে ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শি জিনপিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
বৈঠকে চীন বাংলাদেশের উন্নয়নশীল বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা করেছে, বিশেষ করে চীনা উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরের পরিকল্পনা ও চীনা ঋণের সুদের হার কমানোর বিষয়টি উঠে এসেছে। এছাড়া, পানিসম্পদ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
চীনে চার দিনের সফরে গিয়ে, মুহাম্মদ ইউনূস চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশ নেন, যেখানে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়টি তুলে ধরেন। তিনি আরও তিনটি গোলটেবিল আলোচনায় অংশ নেন, যেখানে টেকসই অবকাঠামো, জ্বালানি বিনিয়োগ এবং যুব উদ্যোক্তা ও সামাজিক ব্যবসার বিষয়ে আলোচনা হয়।
আজ, ইউনূস চীনের একটি হাইটেক পার্ক পরিদর্শন করবেন এবং ইলেকট্রিক ভেহিকেল, সোলার প্লান্ট ও চিপস কারখানা দেখবেন। সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেবেন।