ডেঙ্গুর প্রকোপ বাড়ার শঙ্কা, ঈদ ছুটিতে সতর্কতা বাড়ানোর আহ্বান
টুইট ডেস্ক: ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে রাজধানী ঢাকা জনশূন্য হয়ে পড়তে পারে, যার ফলে মশার বংশবিস্তার ও ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বাসাবাড়ি, ভবনের ছাদ ও আশপাশের এলাকা দীর্ঘ সময় ধরে পরিচ্ছন্ন না থাকলে এডিস মশার প্রজনন বেড়ে যেতে পারে। আবহাওয়া বিভাগও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যা ডেঙ্গুর পরিবেশ তৈরি করবে।
এছাড়া, ঈদ ছুটির কারণে মশক নিয়ন্ত্রণ কর্মীদের অনেকেই ছুটিতে থাকবেন, যা মশক নিয়ন্ত্রণ কার্যক্রমকে ব্যাহত করতে পারে। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জোনভিত্তিক ইমার্জেন্সি টিম গঠন করেছে, যাতে মশার উপদ্রব দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
গত বছর, ডেঙ্গু রোগে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন, এবং ৫৭৫ জন মৃত্যুবরণ করেন। এবারের ঈদে সতর্ক না থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।