রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার, জনপ্রতি বরাদ্দ ১২ ডলার

টুইট ডেস্ক: রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতিসংঘ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এপ্রিল থেকে রোহিঙ্গাদের জন্য খাবারের বরাদ্দ ১২ মার্কিন ডলারে রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা পূর্বে ৬ ডলার হওয়ার কথা ছিল।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান আজ নিশ্চিত করেছেন যে, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য মাসিক ১২ ডলার বরাদ্দ দেওয়া হবে এবং ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য তা ১৩ ডলার নির্ধারণ করা হয়েছে।

মিজানুর রহমান বলেন, “ডব্লিউএফপি নিশ্চিত করেছে যে, তহবিল সংকটের পরও খাদ্য সহায়তা কমানো হবে না।” এর আগে, ডব্লিউএফপি তহবিল সংকটের কারণে এপ্রিল থেকে রোহিঙ্গাদের খাবারের বরাদ্দ সাড়ে ১২ ডলার থেকে কমিয়ে ৬ ডলারে নামানোর ঘোষণা দিয়েছিল। তবে সে সিদ্ধান্ত এখন বদলানো হয়েছে।

বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩ আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গাদের সংখ্যা ১২ লাখের বেশি। এর মধ্যে প্রায় ৮ লাখ রোহিঙ্গা ২০১৭ সালের আগস্টের পর বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারে সামরিক বাহিনীর সহিংসতার পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

এদিকে, গত সাড়ে সাত বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। এই দীর্ঘ সময় ধরে তারা বাংলাদেশে আশ্রয় নিয়ে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।