বেতন-বোনাস না পাওয়ায় শ্রমিকদের দুর্ভোগ, ৭,২২৪ কারখানায় বকেয়া
টুইট ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ না হওয়ায় চরম সংকটে পড়েছেন শ্রমিকরা। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, দেশের ৯,৬৯৫টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ৭,২২৪টি কারখানায় এখনও মার্চ মাসের বেতন পরিশোধ হয়নি। এছাড়া ৭২৩টি পোশাক কারখানা ঈদ বোনাস দিতে ব্যর্থ হয়েছে।
অবস্থা আরও উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে, কারণ ১২২টি কারখানায় ফেব্রুয়ারি মাসের এবং ৩০টি কারখানায় জানুয়ারি মাসের বেতন এখনও বকেয়া রয়েছে। ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
বকেয়া বেতন ও বোনাসের দাবিতে গাজীপুরের সিগনেচার অ্যাপারেলস এবং হ্যাগ নিটওয়্যার কারখানার শ্রমিকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। একইভাবে, নারায়ণগঞ্জে একটি কারখানার শ্রমিকরা ঈদের ছুটি বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেছেন। ঢাকার শ্রম ভবনের সামনে অ্যাপারেল প্লাস ইকো লিমিটেডসহ চারটি কারখানার শ্রমিকরা পাঁচ দিন ধরে অবস্থান করছেন।
এই সংকট মোকাবেলায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। বেতন-বোনাস পরিশোধ না করায় ১২টি কারখানার মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, বৈশ্বিক অর্ডার সংকটের কারণে কিছু কারখানায় আর্থিক সমস্যা দেখা দিয়েছে এবং তারা জরুরি তহবিলের ব্যবস্থা করছেন।
বেতন না পাওয়ায় অনেক শ্রমিক পরিবার ঈদের প্রস্তুতি নিতে পারছে না। রুবিনা বেগম নামের এক শ্রমিক কষ্টের কথা জানিয়ে বলেন, বেতন না পেলে ঈদের কেনাকাটা কীভাবে করব? সন্তানদের নতুন জামাকাপড় দেব কীভাবে?”
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সংকট দ্রুত সমাধান না হলে ২০১৩ সালের রানা প্লাজা ট্র্যাজেডির পর সবচেয়ে বড় শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের এই সংকট ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন তারা।
ঈদের মাত্র কয়েক দিন বাকি থাকায় শ্রমিকদের দুর্ভোগ লাঘবে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। সরকার, মালিকপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিদের মধ্যে দ্রুত আলোচনা করে এই সংকট সমাধানের আহ্বান জানানো হচ্ছে।