গৃহযুদ্ধ পরিকল্পনার অভিযোগে শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
টু্ইট ডেস্ক: অনলাইন প্ল্যাটফর্ম ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সিআইডির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের জুম মিটিং অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে মোট ৫৭৭ জন উক্ত মিটিংয়ে অংশগ্রহণ করেন। সেখানে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য গৃহযুদ্ধের মাধ্যমে লড়াই চালিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। অংশগ্রহণকারীরা শেখ হাসিনার সমস্ত নির্দেশ পালনের ব্যাপারে একাগ্রচিত্তে মত প্রকাশ করেন।
রাষ্ট্রদ্রোহের অভিযোগ
মিটিংয়ে অংশগ্রহণকারীদের কথোপকথনের ভয়েস রেকর্ড বিশ্লেষণ করে দেখা যায়, বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেওয়া হবে না বলে আলোচনা হয়। এছাড়া, বর্তমান সরকারকে উৎখাতের লক্ষ্যে গৃহযুদ্ধের ঘোষণা দেওয়া হয়, যা রাষ্ট্রদ্রোহিতার সুস্পষ্ট উপাদান বহন করে।
সিআইডি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত শুরু করে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আদালতে মামলা দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন।
মিটিংয়ের মূল আয়োজক
উক্ত অনলাইন মিটিংটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি আলম। মিটিংয়ে হোস্ট, কো-হোস্ট ও অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন ষড়যন্ত্রমূলক আলোচনা করেন বলে অভিযোগ উঠেছে।
সিআইডি মামলার তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।