মোবাইলে লেনদেন সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে দৈনিক অর্থ লেনদেনের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যক্তি পর্যায়ের পাশাপাশি এজেন্ট পর্যায়েও লেনদেন সীমা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার এক সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক জানায়, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করেই এই সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন লেনদেন সীমা-
ব্যক্তিগত লেনদেন (পিটুপি)
প্রতিদিন সর্বোচ্চ ৫০ হাজার টাকা (আগে ২৫ হাজার টাকা)।
মাসিক লেনদেন সীমা ৩ লাখ টাকা (আগে ২ লাখ টাকা)।
এজেন্ট পয়েন্ট লেনদেন
দৈনিক ক্যাশ ইন সীমা ৫০ হাজার টাকা (আগে ৩০ হাজার টাকা)।
মাসিক ক্যাশ ইন সীমা ৩ লাখ টাকা (আগে ২ লাখ টাকা)।
দৈনিক ক্যাশ আউট সীমা ৩০ হাজার টাকা (আগে ২০ হাজার টাকা)।
মাসিক ক্যাশ আউট সীমা ২ লাখ টাকা (আগে ১.৫ লাখ টাকা)।
তবে, এমএফএস থেকে ব্যাংকে অর্থ স্থানান্তরের দৈনিক ক্যাশ ইন ও ক্যাশ আউট সীমা ৫০ হাজার টাকাই অপরিবর্তিত রাখা হয়েছে। মাসিক ক্যাশ আউট সীমাও ৩ লাখ টাকার আগের সীমাতেই বহাল আছে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “গ্রাহকরা মোবাইল লেনদেনে আরও বেশি অভ্যস্ত হয়ে উঠছেন এবং লেনদেনের পরিমাণ ক্রমশ বাড়ছে। এ বিষয়টি বিবেচনায় নিয়েই লেনদেন সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”