গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ, ৭ অক্টোবরের হা(মলায়) ব্যর্থতার দায়

টুইট ডেস্ক: ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা প্রতিহত করতে ব্যর্থতার জন্য ইসরায়েলের গাজা ডিভিশনের উত্তরাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার হাইম কোহেন পদত্যাগ করেছেন। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কোহেন তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, “আমার ব্রিগেডের প্রধান দায়িত্ব ছিল ইসরায়েল-গাজা সীমান্ত এলাকায় সুরক্ষা নিশ্চিত করা। ৭ অক্টোবরের হামলা আমাদের ব্যর্থতার পরিচায়ক এবং এই ব্যর্থতার দায় নিয়ে আমি পদত্যাগ করছি।”

ইসরায়েলের গাজা ডিভিশন তিনটি ভাগে বিভক্ত-উত্তর, কেন্দ্রীয়, এবং দক্ষিণ। মার্চের শুরুতে গাজা ডিভিশনের দক্ষিণ ব্রিগেডের কমান্ডার ইয়ারোন ফিল্কেনম্যান এবং মধ্যাঞ্চলের কমান্ডার অ্যাভি রোসেনফোল্ডও একই কারণে পদত্যাগ করেছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের প্রায় ১ হাজার যোদ্ধা ইসরায়েলের সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায়। পরবর্তীতে, ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক অভিযান শুরু করে, যার ফলে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হন।

এছাড়া, ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত পদত্যাগ করেন, এবং ২১ জানুয়ারি সেনাপ্রধান জেনারেল হারেজি হালেভি ও সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান আহারোন হালিভাসহ একাধিক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন।

নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে, বিশেষ করে যখন সামরিক বাহিনীর একের পর এক কর্মকর্তা পদত্যাগ করছেন। তবে, ইসরায়েলি প্রধানমন্ত্রী এই পদত্যাগের দাবির প্রতি তেমন কোনো মনোযোগ দিচ্ছেন না।