শফিক রেহমানের যায়যায়দিনের ডিক্লারেশন বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
পদ্মাটাইমস ডেস্ক: দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর হিসেবে শফিক রেহমানকে দেওয়া ঘোষণাপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে, বর্তমান প্রকাশক সাঈদ হোসেন চৌধুরীর ঘোষণাপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ঢাকা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
এর আগে, যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমানের আবেদনের প্রেক্ষিতে সরকার ১১ মার্চ পত্রিকাটির ঘোষণাপত্র বাতিল করে। অভিযোগ ছিল, অনুমোদিত প্রেস থেকে পত্রিকাটি মুদ্রিত না হয়ে প্রিন্টার্স লাইনে ভুল তথ্য দেওয়া হয়েছে। তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়ায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইনের ১০ ধারা লঙ্ঘনের অভিযোগে প্রকাশক সাঈদ হোসেন চৌধুরীর ঘোষণাপত্র বাতিল করা হয়। তবে এক সপ্তাহ পর, ১৮ মার্চ, নতুন ঘোষণাপত্র পান শফিক রেহমান।
এ বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সকল পক্ষকে অপেক্ষা করতে হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।