র-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ, মার্কিন প্রতিবেদনে ভারতের সমালোচনা

মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশনের প্রতিবেদনে ভারতের সমালোচনা ও নিষেধাজ্ঞার সুপারিশ

বিশ্ব ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন (USCIRF) সম্প্রতি তাদের বার্ষিক প্রতিবেদনে ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আচরণের অবনতি এবং গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW)-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে।

ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আচরণ-

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ ও বৈষম্য বৃদ্ধি পাচ্ছে, যা ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে।

গোয়েন্দা সংস্থা RAW-এর বিরুদ্ধে অভিযোগ

প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ২০২৩ সালে নিউইয়র্কে একজন শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যাচেষ্টায় RAW-এর কর্মকর্তারা জড়িত ছিলেন। এই প্রেক্ষিতে, সংস্থাটির ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে।

ভারতের প্রতিক্রিয়া

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় USCIRF-এর এই মূল্যায়নকে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “এই ধরনের এজেন্ডা-ভিত্তিক দাবি সংস্থাটির সত্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে।”

USCIRF-এর এই প্রতিবেদন এবং ভারতের প্রতিক্রিয়া আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই প্রতিবেদন কী প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।