রমজানের প্রথম ২৪ দিনেই প্রবাসী আয়ে নতুন রেকর্ড, বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য
টুইট ডেস্ক: পবিত্র রমজান মাসে প্রবাসী আয় নতুন রেকর্ড করেছে। চলতি মাসের প্রথম ২৪ দিনে বাংলাদেশের ব্যাংকিং চ্যানেলে ২৭০ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এটি বাংলাদেশের ইতিহাসে রেমিট্যান্স প্রবাহের এক অনন্য মাইলফলক। আগের মাসে ফেব্রুয়ারিতে প্রবাসী আয় ছিল ২৫২ কোটি ডলার, যা এই রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, চলতি মার্চ মাসে বৈধ চ্যানেলে প্রবাসী আয় অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি হয়েছে। যদি এ ধারা অব্যাহত থাকে, তবে চলতি মাসের শেষে প্রবাসী আয় ৩০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, ১ থেকে ২৫ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহের পরিসংখ্যানেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। ১৫ মার্চ পর্যন্ত প্রবাসী আয় ছিল ১৬৬ কোটি ডলার। পরে, ১৯ মার্চে একদিনেই ১৩ কোটি ডলার প্রবাহিত হয়েছে। ২২ মার্চ পর্যন্ত এই পরিমাণ দাঁড়ায় ২৪৩ কোটি ডলার, এবং ২৪ মার্চে এটি ২৭০ কোটি ডলারে পৌঁছায়।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, গত বছরের আগস্ট থেকে শুরু হওয়া রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই প্রবাসীরা মাসে ২০০ কোটি মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। ফেব্রুয়ারিতে প্রবাসী আয় ছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি।
এছাড়া, চলতি বছরের জানুয়ারিতেও গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় ৩ শতাংশ বৃদ্ধি পায়। মোট মিলিয়ে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে প্রবাসীরা দেশে ১ হাজার ৮৪৯ কোটি ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি।