স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

টুইট ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রথমে সকাল ৫টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি এবং এরপর সকাল ৬টায় প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর চৌকস একটি দল রাষ্ট্রীয় কায়দায় সালাম প্রদান করে।

পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এরপর বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধারা, উপদেষ্টামণ্ডলী, বিদেশি কূটনীতিক ও রাজনৈতিক ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তী সময়ে সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। সর্বস্তরের মানুষের ঢলে ৮৪ একরের জাতীয় স্মৃতিসৌধ পরিণত হয় এক মিলনমেলায়। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি, স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মরণে নিবেদন করা হয় ভালোবাসা ও শ্রদ্ধা।