প্রতিদ্বন্দ্বিতা নয়, ঐক্যের রাজনীতি চাই: একমঞ্চে সারজিস-রিজভী

একই মঞ্চে দুই নেতা, এমন বাংলাদেশ চেয়েছিলাম

টুইট ডেস্ক: রাজনীতিতে মতপার্থক্য থাকলেও দেশ ও জাতির স্বার্থে ঐক্যের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ঠিক সেই বার্তাই যেন উঠে এলো শনিবার (২২ মার্চ) রংপুর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রংপুর ডিভিশনাল রিপোর্টস ফোরাম (আরডিআরএফ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে।

একই মঞ্চে বসেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম বলেন, “একই মঞ্চে বিরোধী রাজনৈতিক শক্তির দুই নেতা—এটাই তো আমরা চাই। এমন বাংলাদেশই আমাদের স্বপ্ন, যেখানে মতপার্থক্য থাকলেও দেশপ্রেম থাকবে শীর্ষে।”

রুহুল কবির রিজভীও একমত পোষণ করে বলেন, “গণতন্ত্রের সৌন্দর্য হলো মতপ্রকাশের স্বাধীনতা। রাজনৈতিক দলগুলো পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে দেশের জন্য কাজ করলে তবেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”

অনুষ্ঠানে রংপুর বিভাগসহ দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সারজিস আলম বলেন, “রাজনীতির লক্ষ্য জনগণের কল্যাণ। বিভক্তির রাজনীতি নয়, ঐক্যের রাজনীতিই দেশকে এগিয়ে নিয়ে যাবে।”

এই ঐক্যের বার্তা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশিষ্টজনদের মতে, প্রতিপক্ষ না ভেবে একে অপরকে সহযোগিতা করলেই কেবল জাতির অগ্রগতি সম্ভব।