সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই: সারজিস আলম

টুইট ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সেনাবাহিনীর প্রতি তাদের শ্রদ্ধাবোধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সেনাপ্রধানের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই এবং অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি তারা দাঁড়াবে না বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (২২ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রংপুর ডিভিশনাল রিপোর্টস ফোরাম (আরডিআরএফ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

প্রোপাগান্ডার অভিযোগ

সারজিস আলম দাবি করেন, একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে এনসিপির দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে। তিনি বলেন, “সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো ক্ল্যাশ নেই। কিন্তু একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়।”

দেশের স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ

মব জাস্টিস ও ন্যায়বিচারকে সাংঘর্ষিক বলে উল্লেখ করে সারজিস আলম বলেন, “দেশের স্থিতিশীলতার জন্য যেকোনো বিশৃঙ্খলা এড়ানো জরুরি। সুষ্ঠু নির্বাচনের জন্য স্থিতিশীলতা প্রয়োজন। নির্বাচনের রোডম্যাপ ঠিক হলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে মোকাবিলা করা সম্ভব হবে এবং সংস্কারের দিকনির্দেশনাও চূড়ান্ত হবে।”

তিনি আরও বলেন, রংপুর বিভাগকে এগিয়ে নিতে রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অন্যান্য বক্তাদের বক্তব্য

ইফতার মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে পারলে প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন ত্বরান্বিত হবে।” তিনি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় মালিকপক্ষের হস্তক্ষেপ বন্ধে প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপরও গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, আরডিআরএফ সভাপতি তামজিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আপেল শাহরিয়ার।