সুদানে ফের প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নিল সেনাবাহিনী

টুইট ডেস্ক: সুদানের সেনাবাহিনী ফের প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নিয়েছে। দীর্ঘদিন ধরে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নিয়ন্ত্রণে থাকা এই গুরুত্বপূর্ণ ভবনটি সম্প্রতি সেনাবাহিনীর দখলে আসে।

সামরিক বাহিনীর দাবি, মধ্য খার্তুমের বেশ কয়েকটি সরকারি ভবনের নিয়ন্ত্রণও তারা পুনরুদ্ধার করেছে।

সুদানের সেনাবাহিনী জানিয়েছে, তারা শুক্রবার তীব্র লড়াইয়ের পর আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কাছ থেকে রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদ পুনরুদ্ধার করেছে। খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আবদাল্লাহ জানিয়েছেন, “আমাদের বাহিনী শত্রু যোদ্ধাদের পুরোপুরি সরিয়ে দিয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করেছে। জয় পুরোপুরি না আসা পর্যন্ত লড়াই চলবে।”

বিভক্তির পথে সুদান
যুদ্ধের শুরু থেকে আরএসএফের দখলে থাকা অঞ্চলগুলোর মধ্যে পশ্চিম সুদান অন্যতম। সেখানে আধাসামরিক বাহিনী তাদের নিয়ন্ত্রণ আরও সুসংহত করেছে এবং কার্যত দেশকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে। আরএসএফ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে একটি স্বতন্ত্র সরকার প্রতিষ্ঠার পরিকল্পনা করছে, যদিও আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সামরিক সূত্র জানিয়েছে, আরএসএফ যোদ্ধারা প্রেসিডেন্ট প্রাসাদ থেকে প্রায় ৪০০ মিটার দূরে সরতে বাধ্য হয়েছে। সেনাবাহিনী তাদের সাফল্যের প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে, প্রেসিডেন্ট প্রাসাদের জানালার কাচ ভাঙা এবং দেয়ালে বুলেটের দাগ স্পষ্ট।

যুদ্ধের পটভূমি
২০২৩ সালের এপ্রিলে সুদানের সশস্ত্র বাহিনীতে আধাসামরিক বাহিনীর একীভূতকরণ ইস্যুকে কেন্দ্র করে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আরএসএফ দ্রুত খার্তুম দখল করে নেয় এবং প্রেসিডেন্ট প্রাসাদসহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর নিয়ন্ত্রণ নেয়। দীর্ঘদিন ধরে ব্যাকফুটে থাকা সেনাবাহিনী সম্প্রতি পাল্টা আক্রমণ শুরু করে এবং একের পর এক সফলতা অর্জন করছে।

এখন পর্যন্ত আরএসএফের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রাসাদ দখল সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশটির রাজনৈতিক অস্থিরতা এবং চলমান সংঘাত দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।