খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় মোনাজাত
মুরাদুল ইসলাম সনেট: রাজশাহীর বাগমারা উপজেলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে যোগিপাড়া ইউনিয়নের ভাগনদী মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত। তিনি তার বক্তৃতায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য আমাদের সবার কাম্য, তাই আমাদেরকে সংগঠিত হয়ে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।