দুদকের নজরে জি এম কাদের, শুরু হলো অনুসন্ধান
টুইট ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে মনোনয়ন, পদ–বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে।
আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদক সূত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন–বাণিজ্যে জি এম কাদেরের বিরুদ্ধে ১৮ কোটি টাকা গ্রহণের অভিযোগ রয়েছে।
এ ছাড়া, দলীয় পদ–বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করে তা সিঙ্গাপুর, লন্ডন ও অস্ট্রেলিয়ার সিডনিতে পাচার করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
এর আগে, ২০২২ সালের নভেম্বরে জি এম কাদেরের বিরুদ্ধে পদ–বাণিজ্যের অভিযোগে হাইকোর্টে রিট করা হয়েছিল। তখন আদালত অভিযোগকারীদের ‘যথাযথ আদালতে’ আবেদন করার পরামর্শ দেন।
সম্প্রতি, ১৩ ডিসেম্বর রাতে জি এম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তাঁর ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এই পরিস্থিতিতে, দুদক জি এম কাদেরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে।