রোহিঙ্গা ভোটার শনাক্ত করতে সহায়তা দেবে জাতিসংঘ
টুইট ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে রোহিঙ্গারা টাকার বিনিময়ে ভোটার হওয়ার চেষ্টা করছে। তাদের এ তৎপরতা রোধে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) থেকে তথ্য সহায়তা নেবে নির্বাচন কমিশন (ইসি)।
সংস্থাটির প্রতিনিধি ফাডেলা নোভাক জানিয়েছেন, রোহিঙ্গাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সরকারকে সহায়তা করবে ইউএনএইচসিআর।
বুধবার (১৯ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনএইচসিআরের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
ডাটাবেজ শেয়ারের সিদ্ধান্ত
বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ইউএনএইচসিআরের কাছে থাকা রোহিঙ্গাদের তথ্য নির্বাচন কমিশনে সংরক্ষিত থাকবে। কীভাবে এ তথ্য ব্যবহার করা হবে, তা নিয়ে আরও আলোচনা চলবে।
এনআইডি ডিজি বলেন, “নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রোহিঙ্গারা আমাদের সিস্টেমে প্রবেশের চেষ্টা করছে। যত দ্রুত আমরা ডাটা পাব, তত দ্রুত তাদের শনাক্ত করা যাবে। এতে আমাদের সুবিধা বহুমাত্রিক হবে এবং রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকানো সহজ হবে।”
পাসপোর্ট জালিয়াতি রোধেও সহায়তা
বৈঠকে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট সংগ্রহের বিষয়টিও আলোচনায় আসে। এনআইডি ডিজি জানান, “আমাদের এনআইডি তথ্যভাণ্ডার পরিষ্কার করতে পারলে পাসপোর্ট জালিয়াতিও বন্ধ হবে।”
এদিকে, যারা ইতোমধ্যে ভুয়া এনআইডি তৈরি করে সার্ভারে ঢুকে গেছে, তাদের শনাক্ত করাও সম্ভব হবে বলে জানান হুমায়ুন কবীর। তিনি বলেন, “একবার শনাক্ত হলে সংশ্লিষ্ট এনআইডি লক করে দেওয়া হবে, কারণ তারা আমাদের নাগরিক নয়।”