এসবিএসি ব্যাংকের এমডির পদত্যাগ
টুইট ডেস্ক: বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার অভিযোগের মুখে থাকা সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিবুর রহমান পদত্যাগ করেছেন।
রোববার (১৭ মার্চ) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। আগামী এক মাস পর তার পদত্যাগ কার্যকর হবে বলে জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীমের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত হাবিবুর রহমান বিভিন্ন আর্থিক অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগের মুখে ছিলেন। উল্লেখ্য, শফিউদ্দিন শামীম ২০২৪ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জুলাই মাসে অস্ট্রেলিয়ায় পালিয়ে যান।
ব্যাংকের একজন পরিচালক গণমাধ্যমকে জানান, বিগত সময়ে ব্যাংকটিতে বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই পরিস্থিতিতে পরিচালনা পর্ষদের সভার শেষ দিকে হাবিবুর রহমান আকস্মিকভাবে পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ করা হয়।
এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে হাবিবুর রহমান একবার পদত্যাগপত্র জমা দিলেও পরে তা প্রত্যাহার করেন। এসবিএসি ব্যাংক ২০১৩ সালে যাত্রা শুরু করার পর থেকে একাধিক এমডি মেয়াদ শেষের আগেই পদত্যাগ করেছেন।
যাত্রা শুরুর সময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এসএম আমজাদ হোসেন। পরবর্তীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তিনি পদত্যাগ করলে বিতর্কিত ব্যবসায়ী ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা ব্যাংকের চেয়ারম্যান হন। এরপর ২০২৩ সালের আগস্টে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন এ জেড এম শফিউদ্দিন শামীম।
তবে শামীমের পলাতক থাকার কারণে গত সেপ্টেম্বরের পরিচালনা পর্ষদ সভায় ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হন।
হাবিবুর রহমানের পদত্যাগ ব্যাংকিং খাতে আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, এসবিএসি ব্যাংকের সাম্প্রতিক ঘটনাগুলো দেশের আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।
বিশ্লেষকরা বলছেন, ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে কঠোর মনিটরিং প্রয়োজন। এছাড়া, দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করলে সাধারণ জনগণের আস্থা বৃদ্ধি পাবে।