ফেডারেল তহবিল বন্ধ, ভয়েস অব আমেরিকার ১,৩০০ কর্মী ছুটিতে
বিশ্ব ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সরকার-অর্থায়িত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভিওএ) ১,৩০০-এরও বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
এছাড়া, রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি এবং রেডিও ফ্রি এশিয়ার মতো অন্যান্য ফেডারেল অর্থায়িত সংবাদমাধ্যমের তহবিলও বন্ধ করে দেওয়া হয়েছে।
ভিওএর পরিচালক মাইকেল আব্রামোভিৎজ এই পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠার ৮৩ বছরের মধ্যে এই প্রথমবারের মতো ভিওএর কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে, যা বিশ্বব্যাপী স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকে বাধাগ্রস্ত করবে।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে ভিওএর প্রায় ৫০টি ভাষায় পরিচালিত সম্প্রচার কার্যক্রম বিপর্যস্ত হতে পারে। এটি কর্তৃত্ববাদী দেশগুলোতে নির্ভরযোগ্য সংবাদের একটি বিরল উৎস হিসেবে কাজ করত।
উল্লেখ্য, ভিওএ ১৯৪২ সালে নাৎসি প্রচারণা মোকাবিলার জন্য প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ৩৬ কোটি মানুষের কাছে সংবাদ পৌঁছে দেয়।
সংস্থাটিতে প্রায় সাড়ে ৩ হাজার কর্মী রয়েছে, এবং ২০২৪ সালে এর জন্য ৮৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বরাদ্দ ছিল।