ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন: জাল পাসপোর্ট তৈরি করছে বাংলাদেশিরা

টুইট ডেস্ক: ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কলকাতায় ১০০টিরও বেশি ভুয়া পাসপোর্ট তৈরি হয়েছে, যার সঙ্গে বাংলাদেশি নাগরিকরা জড়িত। যদিও এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ১৩০টি পাসপোর্ট তৈরি হয়েছিল, যার মধ্যে ১২০টির মালিক বাংলাদেশি নাগরিক।

এ বিষয়ে তদন্তে উঠে এসেছে, কলকাতার আশপাশে সক্রিয় একটি চক্র জাল পাসপোর্ট তৈরির কাজে লিপ্ত। এই চক্র জাল নথি প্রস্তুত থেকে শুরু করে পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত পুরো প্রক্রিয়াটির জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে থাকে।

দ্য ওয়াল-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একাধিক বাংলাদেশি এই চক্রের মাধ্যমে জাল পাসপোর্ট সংগ্রহ করেছেন। তবে তারা ঠিক কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কী পরিমাণ অর্থ ব্যয় করেছেন এবং কীভাবে পাসপোর্ট হাতে পেয়েছেন, সে বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য হাতে আসেনি।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (ইডি) সন্দেহ করছে যে, এই জাল পাসপোর্ট তৈরির ঘটনায় কয়েক কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। তদন্তে আরও বেরিয়ে এসেছে যে, এই চক্রটি প্রাক্তন পুলিশ সদস্যদের সঙ্গে মিলে কমপক্ষে ২৫০টি জাল পাসপোর্ট তৈরি করেছে। শুধু প্রাক্তন নয়, বর্তমান পুলিশের বেশ কয়েকজন সদস্যও এর সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে অর্থ লেনদেনের বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে ইডি।