৯ মিনিটেই শেষ ট্রেনের টিকিট
টুইট ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টায়। এই সময়ে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হয়। টিকিট বিক্রি শুরুর প্রথম ৯ মিনিটের মধ্যেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে, এবং ৪/৫টি ট্রেনের কিছু টিকিট এখনো অনলাইনে পাওয়া যাচ্ছে। প্রথম ৯ মিনিটেই ১৫ হাজার ৭৭৩টি টিকিটের বিপরীতে ২০ লাখ হিট পড়ে।
শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টায় রেলের টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা যায় যে, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম অভিমুখী ট্রেনের টিকিট বিক্রি হয়ে গেছে। তবে, পঞ্চগড়, লালমনিরহাট, পার্বতীপুর ও রাজশাহীগামী ট্রেনের কিছু টিকিট তখনো পাওয়া যাচ্ছিল। পরবর্তী সময়ে প্রায় সব ট্রেনের টিকিট শেষ হয়ে যায়।
১৪ মার্চ, শুক্রবারের অগ্রিম টিকিট বিক্রি ২৪ মার্চের জন্য ছিল।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়। এই সময়ে টিকিটের চাহিদা অত্যধিক থাকায় কিছু ট্রেনের টিকিট একেবারে শেষ হয়ে যায়। তবে, টিকিট বিক্রি প্রক্রিয়ায় কোনো বিঘ্ন ঘটেনি এবং কোনো অভিযোগও পাওয়া যায়নি।
আগামী দিনে পর্যায়ক্রমে অন্যান্য দিনগুলোর অগ্রিম টিকিট বিক্রি হবে, যেমন ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চে ২৬ মার্চের, এবং ২০ মার্চে ৩০ মার্চের টিকিট বিক্রি হবে।