ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের দাফন আজ
ঢাবির সাবেক ভিসি অধ্যাপক আরেফিন সিদ্দিক আর নেই
টুইট ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ৬ মার্চ ঢাকা ক্লাবে দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন অধ্যাপক আরেফিন সিদ্দিক। তাৎক্ষণিকভাবে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয় এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
অধ্যাপক আরেফিন সিদ্দিক ২০০৯ সালের ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন। এরপর তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন।
তার জানাজা শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর ধানমন্ডি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে এবং আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।