বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিভাগের নিজস্ব প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সমবেত হোন ও সৌহার্দ্যপূর্ণ সময় উপভোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ। ইফতারপূর্ব বক্তৃতায় তিনি বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাস আমাদের ধৈর্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

ইফতার মাহফিলে বিভাগীয় শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন, তন্দ্রা মন্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা ও ফাতেমা-তুজ-জোহরা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

উপস্থিত শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক কল্যাণ ও সাফল্য কামনা করেন।