বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার
টুইট ডেস্ক: সংকট কাটাতে জরুরি ভিত্তিতে বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান। এছাড়া বঞ্চিত চিকিৎসকদের জন্য সাত হাজার সুপারনিউমারি পদ সৃষ্টি করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সায়েদুর রহমান জানান, স্বাস্থ্য ক্যাডারে আবেদনের বয়সসীমা ৩২ থেকে বাড়িয়ে ৩৪ করার প্রস্তাব করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইন্টার্নশিপসহ এমবিবিএস কোর্স ছয় বছরের। সেই বিবেচনায় ৩৪ বছর করার প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, বিগত সরকারের সময় বঞ্চিত হয়ে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের কারণে চিকিৎসকরা বুধবার তাদের বেতন-ভাতা নিয়ে ধর্মঘট করেছিলেন। তাদের দাবি নিয়ে বর্তমান সরকার আন্তরিক। অন্তর্বর্তী সরকার শিগগির কিছু সিদ্ধান্তের মাধ্যমে তাদের এসব দাবি পূরণ করার চেষ্টা করবে।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, দাবি থাকলে মন্ত্রণালয়ে জানাতে। দাবির যৌক্তিকতা বিবেচনা করে ব্যবস্থা নেয়া হবে। তবে, রোগীদের জিম্মি করা যাবে না।
ম্যাটসের কোর্স কারিকুলাম সংশোধনে কমিটি করা হয়েছে। বেসরকারী চিকিৎসকদর পে স্কেল নয়, সর্বনিম্ন বেতনকাঠামো ঠিক করে দেয়া হবে বলেও জানান তিনি।