ইউটিউব দেখে সোনা পাচারের কৌশল শিখেছেন অভিনেত্রী রান্যা রাও!

বিনোদন ডেস্ক: কন্নড় চলচ্চিত্রের অভিনেত্রী রান্যা রাও সম্প্রতি সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ১২ কোটি টাকার সোনা-সহ আটক করা হয়। ​

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রান্যা দাবি করেছিলেন, এর আগেও দু’বার একইভাবে দুবাই থেকে সোনা এনেছিলেন। তবে পরবর্তীতে তিনি জানান, ৩ মার্চই প্রথমবার সোনা পাচারের চেষ্টা করেন এবং ইউটিউব ভিডিও দেখে সোনা পাচারের কৌশল শিখেছেন। ​

জিজ্ঞাসাবাদের সময় রান্যা জানান, ১ মার্চ একটি বিদেশি নম্বর থেকে ফোন পেয়ে তাকে দুবাই বিমানবন্দরের তিন নম্বর টার্মিনাল গেটে যেতে বলা হয়। সেখানে একজন অজ্ঞাত ব্যক্তি তাকে সোনার বার দেয়, যা তিনি বিমানবন্দরের বাথরুমে গিয়ে শরীরে বেঁধে এবং জুতার মধ্যে লুকিয়ে রাখেন। তবে তিনি সোনা সরবরাহকারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত নন। ​

আদালতে হাজিরার সময় রান্যা দাবি করেন, হেফাজতে থাকা অবস্থায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এ নিয়ে কর্নাটকে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে, যেখানে বিজেপি ও কংগ্রেস পরস্পরকে দোষারোপ করছে। ​

রান্যা রাও কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন এবং মডেল হিসেবেও পরিচিত। সোনা পাচারের অভিযোগে তার গ্রেপ্তারি ভারতীয় চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টি করেছে। ​