হজ ও ওমরাহ্‌ নীতিতে নতুন শর্ত

টুইট ডেস্ক: সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৫ সালের হজ মৌসুমের জন্য নতুন নিয়ম চালু করেছে। এতে বলা হয়েছে, হজ পালনের জন্য সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। এর ফলে ১৫ বছরের কম বয়সী কেউ এবার হজ করতে পারবে না।

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৫ বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে তাদের সঙ্গে গমনকারী অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে।

এই নির্দেশনা সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের জন্য প্রযোজ্য।

ওমরাহ্‌ ভিসায় কোটা চালু

এদিকে, সৌদি সরকার বাংলাদেশিদের জন্য ওমরাহ্‌ ভিসা ইস্যুতে নতুন কোটা ব্যবস্থা চালু করেছে। আগে যেখানে ১০০টি ভিসার আবেদনের বিপরীতে ১০০টিই পাওয়া যেত, এখন মাত্র ৮-১০ শতাংশ ভিসা ইস্যু করা হচ্ছে।

এতে বাংলাদেশি ওমরাহ্‌ যাত্রী ও হজ এজেন্সিগুলো বড় ধরনের সমস্যায় পড়েছে। অনেকেই আগে থেকে বিমান টিকিট, হোটেল বুকিং করলেও ভিসা না পাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নেতৃবৃন্দ বলছেন, গত কয়েকদিনে প্রায় দুই হাজার ওমরাহ্‌ যাত্রীর ভিসা না পাওয়ায় বিভিন্ন এয়ারলাইন্সের গ্রুপ টিকিট বাবদ প্রায় ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে।