পাকিস্তানে ট্রেন জিম্মি সংকট সমাধান, নিহত ২৮ সৈন্য
টুইট ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস ট্রেনে সশস্ত্র হামলা ও যাত্রী জিম্মির ঘটনায় নিরাপত্তা বাহিনীর অভিযানে সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এই অভিযানে ২৮ জন সৈন্য নিহত হয়েছেন।
১১ মার্চ দুপুর ১টার দিকে বোলান এলাকায় সন্ত্রাসীরা রেলপথে বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটি থামায়। ট্রেনটিতে প্রায় ৪৪০ জন যাত্রী ছিলেন।
বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে আন্দোলনরত সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে।
অভিযানে ৩৩ জন সন্ত্রাসী নিহত হন। জিম্মি করা ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা ২৭ সৈন্যকে সন্ত্রাসীরা হত্যা করে। এছাড়া অভিযান পরিচালনার সময় আরও এক সৈন্য নিহত হন।
অভিযানে সেনাবাহিনী, বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কর্পস ও স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) অংশ নেয়। সন্ত্রাসীরা নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছিল। অভিযানের সময় সন্ত্রাসীরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে আফগানিস্তানে তাদের সমর্থক ও মাস্টারমাইন্ডদের সঙ্গে যোগাযোগ করছিল।
অভিযানে নিরাপত্তা বাহিনীর স্নাইপাররা আত্মঘাতী বোমা হামলাকারীদের হত্যা করে একের পর এক বগিতে প্রবেশ করেন এবং সব সন্ত্রাসীকে নির্মূল করে যাত্রীদের উদ্ধার করেন।