উত্তরায় পরিত্যক্ত অবস্থায় একে-৪৭ এর ২০ রাউন্ড গুলি উদ্ধার
টুইট ডেস্ক: রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় তুরাগ নদীর দক্ষিণপাড়ে মাটির স্তূপের উপর থেকে ২০ রাউন্ড ৭.৬২ এমএম গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উদ্ধারকৃত প্রতিটি গুলির পেছনে “BOF18E 7.62X39” লেখা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ বুধবার (১২ মার্চ), বিকেল সাড়ে ৩ টায় মাটির স্তূপের ওপর থেকে ২০ রাউন্ড ৭.৬২ এমএম গুলি উদ্ধার করেছে।
এই ধরনের গুলি সাধারণত একে-৪৭ রাইফেলে ব্যবহৃত হয়। উদ্ধারকৃত গুলির উৎস ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে ঢাকার মিরপুর এলাকায় একটি পরিত্যক্ত ভবন থেকে ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনায়ও গুলিগুলো একে-৪৭ রাইফেলের ছিল। তবে সেসব গুলির উৎস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক এই গুলি উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এ ধরনের অস্ত্র ও গুলির উৎস সম্পর্কে গভীর তদন্ত করা এবং অবৈধ অস্ত্রের প্রবাহ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোকে আরও সতর্ক ও সক্রিয় হতে হবে।