সারাদেশে চিকিৎসকদের ধর্মঘট, ব্যাহত স্বাস্থ্যসেবা
টুইট ডেস্ক: চিকিৎসকদের পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে সারাদেশের সরকারি হাসপাতালে কর্মবিরতিতে নেমেছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। এই আন্দোলনের ফলে বিভিন্ন হাসপাতালে বহির্বিভাগ ও অন্তর্বিভাগের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তবে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও শিশু হাসপাতালে দেরিতে হলেও কিছু কিছু বিভাগের বহির্বিভাগে চিকিৎসাসেবা শুরু হয়েছে। অন্যদিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে বহির্বিভাগ পুরোপুরি বন্ধ থাকায় রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। সকাল থেকেই হাসপাতালে রোগীর ভিড় বাড়তে থাকলেও অনেকেই চিকিৎসা না পেয়ে অপেক্ষার পর ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে বহির্বিভাগ সকাল ৯টায় চালুর কথা থাকলেও তা শুরু হয় প্রায় ১০টায়। ফলে দীর্ঘ সময় অপেক্ষার পর চিকিৎসা পেয়েছেন রোগীরা।
সোহরাওয়ার্দী হাসপাতালের সার্জারি বহির্বিভাগে চিকিৎসকের অভাবে দাঁড়িয়ে থাকা জরিনা খাতুন বলেন, “এক ঘণ্টা ধরে অপেক্ষা করছি, কিন্তু ডাক্তার নেই।”
সাভার থেকে আসা মজিবুর রহমান বলেন, “ডাক্তারদের ধর্মঘটের কারণে দুই দিন ধরে চিকিৎসা পাচ্ছি না।”
চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম হলো এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না। এছাড়া, চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধি, চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও শূন্যপদে নিয়োগের দাবি জানিয়েছেন তারা।
অন্যদিকে ম্যাটস শিক্ষার্থীরা নতুন পদ সৃষ্টিসহ উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
চলমান এই অচলাবস্থার মধ্যে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা মহাসমাবেশ ও স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।