বেলুচিস্তানে ট্রেনে হামলা: ১০৪ জন উদ্ধার, ১৬ সন্ত্রাসী নিহত!

বিশ্ব ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান জেলায় মঙ্গলবার (১১ মার্চ) যাত্রীবাহী জাফর এক্সপ্রেস ট্রেনে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে।

তারা দাবি করেছে, ট্রেনের নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ১৮২ জনকে জিম্মি করেছে এবং পাকিস্তানি সেনাবাহিনীর ২০ সদস্যকে হত্যা করেছে।

ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে যাত্রা করছিল। বোলান জেলার মুশকাফ এলাকায় পৌঁছালে সশস্ত্র হামলাকারীরা ট্রেনটি থামিয়ে যাত্রীদের জিম্মি করে। ট্রেনটিতে প্রায় ৪৫০ জন যাত্রী ছিলেন।

বিএলএ জানিয়েছে, তারা নারী, শিশু, প্রবীণ ও বেলুচিস্তানের নাগরিকদের ছেড়ে দিয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের আটক রেখেছে। তারা হুঁশিয়ারি দিয়েছে, যদি উদ্ধার অভিযান চালানো হয়, তাহলে জিম্মিদের হত্যা করা হবে।

মঙ্গলবার (১১ মার্চ) যাত্রীবাহী জাফর এক্সপ্রেস ট্রেনে সশস্ত্র হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে এ পর্যন্ত ১০৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে, এবং অভিযানে ১৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

নিরাপত্তা বাহিনীর অভিযানে উদ্ধারকৃতদের মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। এছাড়া, ১৭ জন আহত যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। বিএলএ তাদের স্বায়ত্তশাসনের দাবিতে নিয়মিতভাবে সরকারি ও সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে।

অভিযান চলমান রয়েছে, এবং নিরাপত্তা বাহিনী অবশিষ্ট জিম্মিদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। নিরাপত্তা বাহিনী জিম্মিদের মুক্ত করতে অভিযান চালিয়ে যাচ্ছে।