বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছে ৩৩৯৯ ভারতীয়
টুইট ডেস্ক: বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের মধ্যে ৩৩৯৯ ভারতীয় নাগরিক রয়েছে। মেয়াদোত্তীর্ণ ভিসাসহ অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন মোট ছয় হাজার ৯৭ বিদেশি নাগরিক।
এই বিদেশি নাগরিকদের মধ্যে শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে ভারত, চীন, নেপাল, পাকিস্তান ও ফিলিপাইন। তাদের মধ্যে চীনের নাগরিক ১ হাজার ৯৯ জন, নেপালের ৩৭৬, পাকিস্তানের ১৪০ এবং ফিলিপাইনের ১৩১ জন।
গত তিন মাসে দেশব্যাপী অভিযান ও তৎপরতার মাধ্যমে অবৈধ বিদেশি নাগরিকের সংখ্যা কমে ৪৩ হাজার ১৬৮ জনে দাঁড়িয়েছে। নভেম্বর ১৮ থেকে মার্চ ৬ পর্যন্ত চলা এই অভিযানে ৪০ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
হাইকোর্ট গত বছর ২৮ মে নির্দেশ দিয়েছিল, দেশে বসবাসকারী বৈধ ও অবৈধ বিদেশি কর্মীর প্রকৃত সংখ্যা নিরূপণ করতে। একইসাথে, তাদের কিভাবে অর্থ বিদেশে পাঠানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছিল।